Suicide

ফেসবুকে গড়া ভাই-বোনের আত্মহত্যা

ফেসবুকে গড়ে উঠা বোনের আত্মহত্যা সইতে না পেরে আত্মহত্যা করেছে ফেসবুকে গড়ে উঠা ভাই। ঠাকুরগাঁও সদরে ১ আগস্ট তানজিম নামে এক যুবক আত্মহত্যা করলে এই খবর প্রকাশ পায়। সে যুবকের বাবা এই খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, তানজিমে সাথে ফেসবুকের মাধ্যমে ভাই-বোনের সম্পর্ক গড়ে উঠে কলেজ পাড়া এলাকার প্রত্যাশার। ২৯ জুলাই ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করে প্রত্যাশা। এর খবর শুনে ২ দিন নিজ রুম থেকে বের হয়নি তানজিম। ফেসবুক বোনের মৃত্যু শোকে তানজিম খাওয়াও বন্ধ করে দেয়। তবে তানজিমও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে সেটা ভাবতে পারিনি।

নিজ এলাকায় পরিবারের সাথেই থাকতেন তানজিম। হঠাৎ কেন এমন হলো স্থানীয়রা কেউ বুঝে উঠতে পারছে না।

আত্মহত্যা করার আগে তানজিম ফেসবুকেও একটি স্ট্যাটাস দেন। মেনে নিতে পারতেছি না। এর আগে শনিবার ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করে প্রত্যাশা। তার শেষ স্ট্যাটাসটি ছিল, সব বলা হয়তো শেষ হয় না।

 

Comments

comments