shruti hasan

এবার প্রকাশ্যে শ্রুতি হাসান

ব্যাক্তিগত কারণে প্রায়ই খবরের শিরোনাম হন শ্রুতি হাসান। কিছুদিন আগে মাইকেল করসেল নামের এক ব্রিটিশ ছেলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে শ্রুতি এ বিষয় নিয়ে কখনো মুখ খোলেননি।

এরপর গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবে তাদের এক সঙ্গে দেখা যায়। মুম্বাইয়ের একটি বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তাদের। গাড়িতে আলিঙ্গনরত অবস্থায় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দীও হন তারা।শুধু তাই নয়, কথিত প্রেমিককে নিয়ে রাগদেশ সিনেমাটি দেখতে গিয়েছিলেন তিনি।

শ্রুতির – পরবর্তী সিনেমা ইয়ারা পরিচালনা করবেব রাগদেশ ছবির পরিচালক তিনমাংগু ধুলিয়া। এর আগে প্রেন নিয়ে গুঞ্জনে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রুতি হাসান বলেছিলেন, আমি খুব সিরিয়াস সম্পর্কে আছি। আমার মনে হয় না এটি সবার ভাবার বিষয়। বন্ধু এবং পরিবারেব লোকজন যারা আমার কাছে গুরুত্বপূর্ণ তারা সবাই জানে আমার জীবনে কী ঘটেছে। আমি সিঙ্গেল আছি এটা বোঝানোর জন্য চুপ থাকি তা কিন্তু নয়। তবে এবার সেই সম্পর্কের মানুষটি আর গোপন থাকল না। সবার সামনে প্রকাশ্যে চলে এলো শ্রুতির গোপন সম্পর্ক।

Comments

comments