shakib al hasan

সাকিব আল হাসান ও তার ফ্যামিলির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ

সাকিব আল হাসানের বিরুদ্ধে সমালোচনা নাকি অপপ্রচার?

সাকিব আল হাসান তার পরিবারসহ একটি রেস্টুরেন্টে খেতে যান। সেখানে তার সন্তানের পরিচর্যার  জন্যেও একটি কাজের মেয়েকে নিয়ে যাওয়া হয়। সেখানে মিডিয়াসহ অন্যান্য মানুষ ছবি তুলতে থাকে। কোন একটি ছবিতে দেখা যায় সাকিবের সাথে যাওয়া কাজের মেয়েটি দাঁড়িয়ে আছে, সেখানেই যত সমস্যা। ছবিটি সোশ্যাল সাইটে পোষ্ট হলে কিছু এডমিন সেটা নিয়ে উঠে পড়ে লাগে। সাকিবের অহংকার বেড়ে গেছে। সে সব পোষ্টে অনেকের নানান ধরণের মন্তব্য।

কিন্তু অন্য ছবিতে দেখা যায় সাকিবের স্ত্রী শিশিরের সাথে অন্য চেয়ারে মেয়েটিকে বসানো হয়। কিন্তু সেটা আর ঐ সব এডমিন আর পোষ্ট করেনি। তাদের অনেকে নিজেদের লাইক কমেন্ট বাড়ানোর জন্যে পোষ্ট করেনি। তবে হয়তো তারা ২য় ছবিটি পায়নি।

Comments

comments