Rape case

স্বামীর বন্ধুদের ধর্ষণের শিকার

যশোর প্রেসক্লাবে শুক্রবার দুপুরে এক নারী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আমি স্বামীর বন্ধুদের গণধর্ষণের শিকার হয়েছি। এদের শাস্তি চাই।

অভয়নগর উপজেলায় নওয়াপাড়া এলাকার জনি সরকারের সাথে গোপনে তার বিয়ে হয় ৩০ অক্টোবর ২০১৫ সালে। বিয়ের পর থেকেই বাবার বাড়িতে থাকতেন তিনি। তিনি ৩ মাসের আন্তঃসত্ত্বা হওয়ার শ্বশুর বাড়ি তুলে নিতে চাপ দেন জনিকে। এরপর থেকেই বিয়ের কথা অস্বীকার করেন জনি। ৭ জুলাই জনির বন্ধু সাইফার শেখ এলাকার জনির হোটেল আল সেলিমে আসতে বলেন। তিনি সেখানে গেলে জনির বন্ধু সাইফার, আজিম, সুমন, রুবেল তার গর্ভপাত ঘটানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাকে গণধর্ষণ করেন। বিষয়টি নিয়ে অভয়নগর থানায় মামলা করতে গেলে তার মামলা নেওয়া হয়নি। পরে যশোরের মুখ্য বিচারিক হাকিম আদালত এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ২টি মামলা করা হয়েছে।

অভয়নগর থানার ওসি বলেন, থানায় ধর্ষণের শিকার কোন নারী মামলা করতে আসেনি।

জনি বলেন, ঐ নারীর সাথে তার বিয়ে হয়নি। ঐ সন্তানের পিতাও তিনি নন। বন্ধুদের গণধর্ষণের কথাও আমার জানা নেই।

Comments

comments