apu biswas

সে আমার বাসায় আসে, আমিও যাই। অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার শাকিব খানের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন।

অপু বিশ্বাস বলেন, আমি পরিষ্কার ভাবেই জানাতে চাই আমার আর শাকিবের সাথে সম্পর্কে একটুও চির ধরেনি। সে অন্য নায়িকার সাথে চলতেই পারে। কাজ করতে গেলে চলতে হবে এটাই তো স্বাভাবিক। যে সেটা বাঁকা চোখে দেখবে তার চোখে সমস্যা। আমরা আগের থেকে ভাল এবং মধুর সম্পর্কে আছি। শাকিব কোলকাতায় ছবির কাজে যাওয়ার আগের দিন বিকেলে আমার বাসায় এসেছে। এবং সাথে আমাদের ছেলে আবরামকে তার সাথে তার বাসায় নিয়ে গেছে। দেশে থাকলে সে আমার বাসায় আসে। আমিও তার বাসায় যাই।

ঐ রাতে ১১টায় আমি গিয়ে আবরামকে নিয়ে এসেছি। সে অনেক চেষ্টা করেছে আবরামকে ফিডার খাওয়াতে, পারেনি। তার আমার মাঝে যদি সমস্যা থাকতো তাহলে এতদিন আমাদের সম্পর্ক থাকতো না। কেউ হয়তো বিয়ের কথাও জানতো না।

Comments

comments