neymar jr

চীনে নেইমার

ব্রাজিলিয়ান তারকা নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাবেন কি না এই নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। বার্সেলোনার পক্ষ থেকে কোন আপত্তি নেই বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সিদ্ধান্তটা এবার নেইমারের ওপরই ছেড়ে দিয়েছে বার্সেলোনা। কি করবেন নেইমার!  ব্রাজিলিয়ান তারকা এখনো নীরব। তবে মিডিয়াতে খবর রটেছে যে, নেইমার নাকি গোপনে সমঝোতায় পৌছে গেছেন পিএসজির সঙ্গে। তিনি বার্সেলোনা যুক্তরাষ্ট্র সফর করে চীনা ভক্তদের সঙ্গে দেখা করতে ছুটে গেছেন সাংহাই। গতকাল চীনে পৌছেই টুইটারে নেইমার লিখেছেন, আমি এখন সাংহাইয়ে। চীনা ভক্তদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সমর্থন করার জন্য। তিনি চিনে এসেছেন মূলত একটা ফ্যাশন ব্র‍্যান্ডের অনুষ্ঠানে। দেখা যাক চীন থেকে নেইমার কোন পথে ফিরে আসেন!  বার্সেলোনায় নাকি পিএসজিতে!

Comments

comments