Facebook Live

ফেসবুক লাইভের নামে চলছে যৌনতা।

রাত হলেই অর্ধনগ্ন পোশাকে যুবতী এবং মধ্যবয়সী দেশি বিদেশি নারীরা হাজির হচ্ছেন ফেসবুক লাইভে। নানান ভাবে শরীরের নানা অঙ্গ দেখাতে ব্যস্ত তারা। শুধু ভিউ পাওয়ার আশায়। তাদের এমন অঙ্গভঙ্গি নিয়ে ভিউয়ার কমেন্ট করছেন তারা সে গুলির উত্তর দিচ্ছে। এই ভাবেই জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের সাইটেও ছড়াচ্ছে যৌনতা।

এই ভিডিও গুলি ভাইরাল করে অনেকেই অর্থনৈতিক সুবিধাও নিচ্ছে। ফেসবুক লাইভে কথা বলার পর সেটা চলে যাচ্ছে ইউটিউবে। অনেক ভিউও হচ্ছে এইসব ভিডিও। দর্শক যত বেশি আয়ের পরিমাণ হয় তত বেশি। নানান নামে ফেসবুক পেজ খুলে সেখানে পতিতার মত অর্ধনগ্ন মেয়ে মানুষ দিয়ে লাইভ করায়। সেগুলি তে ভিউও অনেক বেশি হচ্ছে, লাইক কমেন্টও আসছে অনেক।

অশ্লীল সেই সব লাইভে দেখা যায়, সেসব নারীদের উদ্দেশ্যে অনেকেই গালি দিচ্ছেন। অনেকেই উত্তেজিত হচ্ছেন। আবার অনেকে চালিয়ে যাচ্ছেন মধুর আড্ডা। এই সব ভিডিও যারা দেখেন তাদের বেশির ভাগ অল্প বয়সী। পরিবারের লোক জনের নজরের বাইরে গিয়ে এই সব দেখে।

ঐ লাইভ গুলিতে আমরাই সাহায্য করে যাচ্ছি লাইক কমেন্ট করে। আমরা যদি সে ভিডিও গুলি না দেখি। লাইক কমেন্ট না করি, তাহলে সে ভিডিও গুলি ভাইরাল হবে না। তারাও আর লাইভে আসবে না এই ভাবে। এই ভিডিওর জন্যে তারা যেমন দায়ী সমান ভাবে আমরাও দায়ী। গালি বা সতর্ক করার জন্যেও কোন কমেন্ট করবেন না। দেখবেন আসতে আসতে কমতে থাকবে অশ্লীল লাইভ গুলি।

Comments

comments