cancer, ক্যানসার

যে লক্ষণ গুলিতে বুঝবেন আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে।

বর্তমানে ক্যান্সার রুগির সংখ্যা অনেক বেশি। এবং প্রতিদিন এর সংখ্যা বেড়েই চলেছে। ধূমপান, সূর্যের রশ্মি, রাসায়নিক পদার্থ, এবং বাড়তি ওজন সহ আরো নানান কারণে আপনারও ক্যান্সার হতে পারে।

অনেক সময় ক্যান্সারের লক্ষণ গুলি ভাল ভাবে না জানার কারণে শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সার। যা বেশি ভাবে ছড়িয়ে পড়ার কারণে ডাক্তার আর রুগিকে ভাল করে তুলতে পারেন না। ক্যান্সারের লক্ষণ গুলি জানলে চিকিৎসার মাধ্যমে ক্যান্সার নির্মূল করা সম্ভব।

১। চামড়ার নিচে ফোলা বা দলা ভাব
ক্যান্সারের প্রধান লক্ষণ হচ্ছে শরীরের চামড়ার নিচে গুটি গুটি হয়ে ফুলে উঠা বা দলা পাকানো গোটার মতো অনুভব করা। কিন্তু এই গুটি গুলো বুক বুকের আশ পাশে অথবা যৌনাঙ্গেদেখা দিলে ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। তবে এইটা শরীরের অন্যান্য অংশে যেমন হাত বা পায়ে দেখা দিলে ভয়ের কিছু নেই।

২। অতিরিক্ত ওজন কমে যাওয়া
কোন কষ্ট না করে ওজন কমতে থাকলে খুব খুশি হওয়ার কিছু নেই। এটা হতে পারে ক্যান্সারের লক্ষণ। ডায়েটিং বা খাদ্যাভ্যাস পরিবর্তন করে ওজন কমলে সমস্যার নয়। সমস্যার হল কোন প্রকার চেষ্টা ছাড়া ওজন কমে গেলে। অতিরিক্ত কমে গেলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।

৩। ক্রমাগত জ্বর বা কাশি হওয়া
ঠাণ্ডা কিংবা ঋতু পরিবর্তনের সময় জ্বর কাশি হলে আমরা কেউ তা পাত্তা দিই না। কিন্তু টানা জ্বর বা কাশি হলে অবশ্যই সমস্যার কিছু থাকতে পারে। কারণ টানা জ্বর বা কাশি হতে পারে ব্লাড ক্যান্সার সহ নানান রোগের লক্ষণ।

৪। প্রায় মাথা ব্যথা বা মেরুদণ্ড ব্যথা হওয়া
মাইগ্রেনের কারণে অনেকের মাথা ব্যথার সমস্যা আছে। ঠাণ্ডা লেগেও মাথা ব্যথা হতে পারে। কিন্তু টানা মাথা ব্যথা ভাল লক্ষণ নয়। অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে ব্রেইন ক্যান্সারের লক্ষণ। একটানা বসে থাকলে পিট, মেরুদণ্ড ব্যথা হতে পারে। কিন্তু এটি বেশি হলেও ডাক্তারের পরামর্শ নিতে হবে।

৫। খুব দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া
কাজের ব্যস্ততা বা দ্রুত চললে আমরা ক্লান্ত হয়ে পড়ি। এটি সমস্যার কিছু না, কারণ এটি বিশ্রাম নিলেই আবার ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, অল্পতেই ক্লান্ত হয়ে পড়া। মিশ্রাম নিলেও ক্লান্তি দূর হয়না। এমনটা হলেও মোটেও এড়িয়ে যাওয়া যাবে না। এটিও কিন্তু ক্যান্সারের লক্ষণ।

৬। অস্বাভাবিক রক্তপাত
কফ বা কাশির সাথে রক্ত যাওয়া ফুস্ফুসের ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। এবং প্রস্রাব বা পায়খানার সাথে রক্ত গেলে ব্লাড ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। স্তন থেকে রক্ত পড়া স্তন ক্যান্সারের লক্ষণ। এই গুলির কোন একটি দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিবেন।

৭। শরীরের চামড়া পরিবর্তন
চামড়ায় ছোট ছোট দানা হওয়া বা শরীরের চামড়ার মাঝে মাঝে রঙের পরিবর্তন, কোন কারণ ছাড়াই জখমের মত দাগ হওয়া চামড়া ক্যান্সারের লক্ষণ।

স্তন ক্যানসার প্রতিরোধ করে যে পাঁচ খাবার

Comments

comments