কক্সবাজারে মাথা বিহীন লাশ উদ্ধার
মোঃ জাফর আলম,কক্সবাজার।
কক্সবাজারের চকরিয়া খুটাখালী ইউনিয়নে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মাথাবিহীন লাশ পাওয়া গেছে।
শক্রবার(১৮ আগষ্ট) ভোরে স্থানীয় লোকজন ইউনিয়নের ৪নং ওয়ার্ড বালুরচর এলাকার চলাচল সড়কের পার্শ্ববর্তী ধান ক্ষেতে একটি মৃত দেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে স্থানীয় লোকজন চকরিয়া থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ গলাকাটা মাথাবিহীন লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন,মাথার খোঁজে ভোর থেকে খুটাখালীর পাহাড়-জঙ্গল ঘুরে বেড়াচ্ছে পুলিশ। নদী ছাড়া কিছুই বাদ রাখছে না। মাথা ছাড়া লাশ শনাক্ত করা দরুহ ব্যাপার।