“আবার বৃষ্টি এলো” সিনেমার জুটি অভিনেতা সকাল-ঝিলিক
বিনোদন প্রতিবেদন:মিঠুন আল মামুন
তরুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সকাল ও চিত্রনায়িকা আসমা ঝিলিক প্রথমবারের মত জুটি বেধে দর্শকদের সামনে আসছেন বাংলাদেশী চলচিত্র ‘আবার বৃষ্টি এলো’ নামের একটি ভৌতিক সিনেমাতে। সিনেমাটিতে অভিনেতা সকালের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী আসমা ঝিলিক। সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে রাজশাহীতেও। সিনেমাটি পরিচালনা করছেন গুনী নির্মাতা সত্যরঞ্জন রোমান্স।
অভিনেতা সকাল স্কুল জীবন থেকে নাচ ও মঞ্চ নাটকে অভিনয় করেন। তিনি শুধু ভালো অভিনেতা হতে চান না একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে চান। সকাল অভিনীত প্রথম সিনেমা বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ডায়েল রহমান পরিচালিত সিনেমা ‘হৈমন্তি’ এখন সিনেমাটি মুক্তির অপেক্ষায়।
সকাল ‘হৈমন্তি’ সিনেমায় সকালের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার টিভি সিরিয়াল ‘মা’ নাটকের ঝিলিক (তিথি বসু)। ‘হৈমন্তির’ সিনেমার কাজ শেষ হবার পর তিনি ‘আবার বৃষ্টি এলো’ নামের একটি ভৌতিক সিনেমাতে কাজ করছেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন ঝিলিক। সিনেমাটি পরিচালনা করছেন সত্যরঞ্জন রোমান্স। সকাল সিনেমা ছাড়াও অভিনয় করছেন দুইটি মেগা টিভি সিরিয়ালে। এর একটি সিরাজউদ্দৌল্লা এবং পুলিশ স্টোরি। এছাড়াও তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন। ছবিটির সর্ম্পকে ঝিলিক ও সকাল বলেন ছবিটি এমন একটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে আশা করি সাবার কাছে ভালো লাগবে এবং ছবিটি পরিবারের সবাই মিলে হলে গিয়ে একসাথে বসে দেখতে পারবেন।